জুন ৬, ২০২৩
ভারতীয় পেঁয়াজ আমদানির খবরেই কম দরে পেঁয়াজ বিক্রি
নিজস্ব প্রতিনিধি: ৮১ দিন পরে ভারতীয় পেঁয়াজ ঢুকেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। সোমবার সন্ধ্যার দিকে ১৯ ট্রাক পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এদিকে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশের বাজারে প্রবেশের আগেই উল্লেখযোগ্য দাম কমেছে সুলতানপুর বড়বাজারে। এতে ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভোমরা স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, সোমবার বাংলাদেশে ঢুকেছে ৩৩০ মে.টন পেঁয়াজ। বুধবার ও শতাধিক ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢোকার আশা করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেল পর্যন্ত পেঁয়াজ ঢুকেছে ৫৯ ট্রাক। প্রতি টন পেঁয়াজ ২২০ মার্কিন ডলার থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে ১০ থেকে ২০ টাকা কম দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে সাতক্ষীরার বাজারে। এতে খুশি ক্রেতা ও বিক্রেতারা। 8,587,813 total views, 4,499 views today |
|
|
|