জুন ২৫, ২০২৩
পাইকগাছা পৌরসভায় প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভায় ৫৯ কোটি ৪৭ লক্ষ ৪২ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুর ১ টায় পাইকগাছা পৌরসভার নিজ কার্যালয়ে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর পৌরসভার প্রস্তাবিত উক্ত বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট ৫৯ কোটি ৪৭ লক্ষ ৪২ হাজার ৫১৮ টাকা আয় ও ৫৯ কোটি ২১ লক্ষ ৩৯ হাজার ৪০৯ টাকা ব্যয় এবং ২৬ লক্ষ ৩ হাজার ১০৯ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। এসময়ে প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান (রঞ্জু) মেয়র’র পক্ষে বাজেট উপস্থাপন মধ্যে দিয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, এসএম তৈয়েবুর রহমান, রবি শংকর মন্ডল, ইমরান সরদার, ইমদাদুল হক, কবিতা রানী দাশ, আসমা আহম্মেদ, রাফেজা খানম, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মেদ, নবলোকের ব্যবস্থাপক মোঃ ইব্রাহীম, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, জিয়াউর রহমান, উত্তম ঘোষ, মৃণাল কান্তি সানা, লিটু আলম, কবিতা রানী, রফিকুল ইসলাম, ইমদাদুল হক, হেমেন্দ্রনাথ গাইন ও সাইদুর রহমান, ইব্রাহীম সানা প্রমুখ। 8,560,050 total views, 10,656 views today |
|
|
|