জুন ১৯, ২০২৩
ডিবি ইউনাইটেড হাইস্কুল ও বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগ চোখে ছানিপড়া রোগীদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : আত্মমানবতার সেবায় ও মানুষের কল্যাণে ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল কর্তৃপক্ষ ও খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে ও স্বল্প মূল্যে চোখে ছানিপড়া রোগীদের জন্য অপারেশন ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌর বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ। চোখে ছানিপড়া রোগীদের অপারেশন ক্যাম্পে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মান্নান, খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. অয়স সেন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক খুলনার প্রোগ্রাম সহকারি মো. মাহবুবুর রহমান, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, মো. মুকুল হোসেন প্রমুখ। ডিবি ইউনাইটেড হাইস্কুল কর্তৃপক্ষ ও খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে ও স্বল্প মূল্যে চোখে ছানিপড়া রোগীদের জন্য অপারেশন ক্যাম্পে মোট ৩৯ জন ছানি অপারেশনের জন্য খুলনা শিরোমনি হাসপাতালে পাঠানো হয় এবং ১৭০ জন চক্ষু রোগীকে ব্যবস্থা পত্র, ঔষধ ও চশমা প্রদান করা হয়। এসময় ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক, খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক, নার্স, ব্র্যাক জেলা সমন্বিত চক্ষু সেবা প্রকল্প’র সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 8,584,504 total views, 1,190 views today |
|
|
|