ফয়সাল ইকবাল, শহর প্রতিনিধি : সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)। শুক্রবার আসরের নামাজের পর সাতক্ষীরা জেলা শাখার পক্ষ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি শহরের নাবারুন স্কুল মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুস্তফা শামছুজ্জামান (সাবেক সভাপতি, সাতক্ষীরা জেলা শাখা) বলেন, ১২ তারিখ অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলটির প্রার্থীকে আহত করায় এবং নির্বাচনে কারচুপি করায় সরকারের পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। পাশাপাশি হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন বক্তারা। সমগ্র অনুষ্ঠানট পরিচালনা করেন দলটির জেলা শাখার সভাপতি মাওলানা এ কে এম রেজাউল করিম। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে শক্ত অবস্থানে দেখা যায় সাতক্ষীরার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।