জুন ১৪, ২০২৩
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক এর ‘অধিপরামর্শ সভা’
প্রেস বিজ্ঞপ্তি : ১৪ জুন বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক এর ‘অধিপরামর্শ সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় ‘সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ’ এর বিভিন্ন সমস্যা, যেমন- সীমানা প্রাচীর না থাকা; নিরাপদ পানীয় জলের অভাব; বিদ্যালয়ের সামনে বখাটেদের উৎপাত; শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়া ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এবং সমস্যাগুলো সমাধানের জন্য কর্মকৌশল নির্ধারণ করা হয়। পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ওয়েভ পোর্টাল হালনাগদ করার বিষয়ে আলোচনা করা হয় এবং ওয়েভ পোর্টালটি হালনাগদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান বলেন, ‘‘একটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য প্রয়োজন শিক্ষক, এসএমসি, পিটিএ, অভিভাকসহ সকল অংশীজনের সদিচ্ছা ও সক্রিয় অংশগ্রহণ।’’ তিনি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে কার্যক্রম গ্রহণের জন্য সনাক সাতক্ষীরাকে ধন্যবাদ জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহŸায়ক প্রফেসর মোঃ আব্দুল হামিদ, সদস্য ড. দিলারা বেগম। সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। 8,584,577 total views, 1,263 views today |
|
|
|