জুন ৮, ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এ গ্রæপে অংশ নেয় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় তালা বনাম শিমু রেজা এমপি কলেজ কালিগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, মহিলা সদস্য ফারহা দিবা খান সাথী, শিমুন শামস, কাজী কামরুজ্জামান প্রমুখ। খেলার রেফারির দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন, সহকারী রেফারি পিপুল খান, সাম্মু চৌধুরী ও আব্দুল গফফার। এসময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স। আগামী ১২ জুন বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। 8,586,430 total views, 3,116 views today |
|
|
|