জুন ১৯, ২০২৩
সাতক্ষীরায় কোরবানির জন্য প্রস্তুত ৪০ মণের সম্রাট ও ৩৫ মণ শুভরাজ
রিজাউল করিম: কোরবানির ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় আড়োলন সৃষ্টি করেছে অস্ট্রেলিয়ান হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের দুটি গরু। এদের মধ্যে স¤্রাটের ওজন প্রায় ৪০ মণ, আর শুভরাজের ওজন ৩৫ মণ। সাতক্ষীরা সদর উপজেলার ঘুড্ডেরডাঙ্গী গ্রামের প্রভাষক ইয়াহইয়া তমিজী নিজ বাড়িতেই পরম যতেœ লালন পালন করে বড় করে তুলেছেন গরু দুটি।
পাঁচ বছর বয়সের স¤্রাট ও সাড়ে চার বছর বয়সের শুভরাজকে এ বছরই কোরবানি ঈদে ছেড়ে দিতে চান তিনি। গরু দুটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে এলাকা বাসি সহ দুর দূরান্তের মানুষ।
এদের মধ্যে স¤্রাটের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ও দৈর্ঘ্য ৮ ফুট ২ ইঞ্চি। আর শুভরাজের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও দৈর্ঘ্য ৭ ফুট ৮ ইঞ্চি। ভূষি, একাত্তরের প্রি মিক্স, সয়াবিনের খৈল আর ইয়াহইয়া তমিজীর নিজ বাড়ির টাটকা ঘাস খেয়েই বেড়ে উঠেছে স¤্রাট ও শুভরাজ। একেকটি গরুর পিছনে তার দৈনিক ব্যয় গড়ে এক হাজার টাকা। 8,585,655 total views, 2,341 views today |
|
|
|