জুন ১৩, ২০২৩
কয়রায় সন্ত্রাসী হামলায় আহত বশির
![]() কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামের পল্লীমঙ্গল মোড়ে সন্ত্রাসীদের হামলায় মো. বশির আহমেদ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত বশির আহমেদ ৪নং কয়রা গ্রামের মুক্তিযোদ্ধা মরুহুম শামসুর রহমানের ছেলে। জানা গেছে, সোমবার বিকাল ৪টার দিকে ভ্যান চালিয়ে বশির কয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে পল্লিমঙ্গল মোড়ে প্রবেশ করলে তার উপর একদল সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালায়। এতে সে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আহত বশিরের চাচা বাসার বলেন, আমার ভাতিজা একজন নিরিহ মানুষ। ভ্যান চালিয়ে সংসার চালায়। বিকালে তার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওৎ পেতে বসে থাকা শহিদুল সানার ছেলে আনরুল (২১), শহিদুল এর ভ্যাগ্নি হেলাল(২৬), ওমর আলী মিস্ত্রির ছেলে আবু হুরাইরা(২২) লোহার রড ও হাতুড়ি দিয়ে তার মথায় আঘাত করে। বেধড়ক মারপিটের পর বশির বেহুস হয়ে গেলে তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা বলেন, তাদের চলাফেরা উচ্ছৃঙ্খল তারা প্রায় এই ধরনের কাজের সাথে লিপ্ত থাকে। এছাড়া তাদের নামে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন আরো বলেন, তারা কি কারনে নিরীহ ছেলেটিকে মারলো তা আমরা বলতে পারবো না। রিপোর্ট লেখা কালীন সময় পর্যন্ত কয়রা থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানাযায়। 6,559,320 total views, 1,342 views today |
|
|
|