জুন ১, ২০২৩
কালিগঞ্জ কৃষ্ণনগরে বঙ্গবন্ধু বঙ্গ মাতা গোল্ডকাপ টুর্নামেন্ট
![]() কৃষ্ণনগর, প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগরে বঙ্গবন্ধু বঙ্গ মাতা গোল্ডকাপ টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। ১ লা জুন বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর ইউনিয়নের ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী বঙ্গবন্ধু বঙ্গ মাতা গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ গ্রহন করেন। এখানে ছেলে দলের মধ্যে হতে কিষান মজদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় ও রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হয়েছেন।আর মেয়ে দলের মধ্যে হতে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হয়েছেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, কৃষ্ণনগর আওয়ামী যুবলীগ আহবায়ক কাহারুল ইসলাম নয়ন, ইউপি সদস্য ও কৃষ্ণনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক নুর হোসেন, কৃষ্ণনগর ইউনিয়নের ১১ টি স্কুলের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। 6,580,330 total views, 1,748 views today |
|
|
|