জুন ৭, ২০২৩
কালিগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের চেষ্টা ঃ আদালতে ২২ ধারায় জবানবন্দি
![]() নিজস্ব প্রতিনিধি: চতুর্থ শ্রেণীতে পড়–য়া এক হিন্দু নাবালিকা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে সোমবার সাতক্ষীরার কালিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। বুধবার ওই শিক্ষার্থী সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বন্যা খাতুনের কাছে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে।
ওই শিক্ষার্থীর বাবা জানান, গত ২৯ মে সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে উপজেলার দুদলী গ্রাম থেকে তাদের পাড়ায় এসে বসবাসকারি আব্দুস সামাদ (৫০) তাদের বসত ঘরে ঢোকে। মেয়েকে (১২)একা পেয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সামাদ পালিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় এজাহার দিলে গত সোমবার তা রেকর্ড করা হয়। 6,592,756 total views, 724 views today |
|
|
|