জুন ১৫, ২০২৩
আশাশুনিতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় চারজনকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিনিধি: স্কুলে যাওয়া ও আসার পথে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক হিন্দু পরিবারের তিনজনসহ চারজনকে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুই নারীসহ তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আশাশুনি উপজেলার দুর্গাপুর গ্রামের অরবিন্দ ঢালীর ছেলে কৃষ্ণপদ ওরফে খোকন ঢালী (৪৪), তার মেয়ে বড়দল আফতাবউদ্দিন কলিজিয়েট স্কুল এÐ কলেজের নবম শ্রেণীর ছাত্রী চন্দ্রিমা ঢালী ওরফে ঋতু ঢালী (১৬), একই গ্রামের নকুল গোলদারের স্ত্রী ফুলমতি গোলদার (৬০) ও কৃষ্ণপদ ঢালীর ছেলে স্বপন ঢালী (২৬)। এদের মধ্যে প্রথমাক্ত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রাম পুলিশ সনাতন মÐল জানান, রানাকে তিনি বাড়িতে বসিয়ে রেখে বিষয়টি ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে জানান। রানা তার বাবা সলেমান গাজীকে মোবাইলে অবহিত করে। রাত ৮টার দিকে সলেমান গাজী তার কালো রং এর ডিসকভার মটর সাইকেলে( খুলনা মেট্রো-ল-১২-৪২৪৩) তার বাড়িতে আসে। কোন কিছু শোনার আগেই ও তার বাড়ি তৈরির জন্য রাখা মেহগণি কাঠের বাটাম দিয়ে ওই বাড়িতে অবস্থানকারি কৃষ্ণপদ ঢালী, তার মেয়ে চন্দ্রিমা ঢালী ও প্রতিবেশী ফুলমতি গোলদারকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন সলেমান, রানা ও মোহাম্মদ মোড়ল। স্থানীয়রা ছুঁটে এলে হামলাকারিরা পালিয়ে যান। তবে মোটর সাইকেল তার বাড়িতে ফেলে যান সলেমান গাজী। স্থানীয়রা গুরুতর জখম তিনজনকে রাত সোয়া ১১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বিস্তারিত তিনি খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুর রহমান ও কর্তব্যরত পুলিশ পরিদর্শক আইয়ুব আলীকে জানিয়েছেন।
এদিকে স্থানীয়রা জানান, রাউতাড়া গ্রামের সলেমান গাজী স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের নাম ব্যবহার করে নিজেকে গোয়েন্দা পুলিশ ও র্যাব এর সোর্স পরিচয়ে এলাকায় দীর্ঘদিন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ২০১২ সালের নভেম্বর মাসে বড়দল বিলে অস্ত্র কেনা বেচার সময় রাউতাড়া গ্রামের বিধান ও রড়দলের নিত্য গ্রেপ্তার হলেও সলেমান পালিয়ে যায়। ২০১৩ সালের ১৩ ফেব্রæয়ারি ভোর সাড়ে চারটার দিকে নিজ গেরের বাসা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হন সলেমান(জিআর-৩৫/১৩ আশা)। ২০২১ সালে ইউপি নির্বাচনের পর আওয়ামী লীগ নেতা শরবৎ হত্যা মামলার অন্যতম আসামী সলেমান। এ ছাড়া এলাকয় চাঁদাবাজি, ঘের দখলসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে সলেমানের বিরুদ্ধে। 8,563,761 total views, 2,466 views today |
|
|
|