জুন ২১, ২০২৩
আনসার ও ভিডিপির ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে এবং মহাপরিচালক মহোদয়ের নির্দেশে উপজেলা শিল্পকলা একাডেমী ডুমুরিয়া, খুলনায় দিনব্যাপী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা, মোঃ সেলিমুজ্জামান, অধিনায়ক, ৩ আনসার ব্যাটালিয়ন, চন্দন দেবনাথ, জেলা কমান্ড্যান্ট, বাগেরহাট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিক্যাল অফিসার, ডাঃ উজজ্বল সরকার, মেডিক্যাল অফিসার, ডাঃ মোহসেনা ফেরদৌসী, মেডিক্যাল অফিসার, ডাঃ মিঠুন চক্রবর্ত্তী, মেডিক্যাল অফিসার, ডাঃ বিপাশা মন্ডল, মেডিক্যাল অফিসার, ডাঃ তিথী মহলদার। উদ্বোধনী অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন, আগামী দিন গুলোতে পর্যায়ক্রমে সারা দেশব্যাপী এমন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারই ধারাবাহিকতায় আজ উপজেলা শিল্পকলা একাডেমী ডুমুরিয়া, খুলনায় পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ পেয়ে খুবই উপকৃত হয়েছেন আনসার ও ভিডিপি সদস্যরা। তাদের দাবী এ বাহিনীর উদ্দ্যোগে মাঝে মাঝে এমন সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপকৃত হবে। উল্লেখ্য, ৭০০জন রোগীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। 8,703,894 total views, 827 views today |
|
|
|