মে ৮, ২০২৩
গ্রাম পুলিশের মাঝে পোশাক ও বাইসাইকেলসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ
নিজস্ব প্রতিনিধি: গ্রাম পুলিশের মাঝে পোশাকও বাইসাইকেলসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ সব সরঞ্জামাদি বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে, স্মার্ট গ্রাম পুলিশ গড়ে তুলতে হবে। গ্রাম পুলিশই পারে ইউনিয়নের বিভিন্ন অপরাধ প্রবনতা রোধ করতে। তিনি আরো বলেন, গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য জাতীয় সংসদে তার পক্ষ থেকে দাবি তোলা হবে। তবে গ্রাম পুলিশদের স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে গ্রাম পর্যায় থেকে কাজ করতে হবে। তা হলে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। 8,595,752 total views, 3,631 views today |
|
|
|