মে ১৫, ২০২৩
পেশেন্ট কেয়ার টেকনোলজির শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাশ করে তিন থেকে চার বছর মেয়াদী পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স শেষে ছয় মাস ইন্টার্নশিপ যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করা তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এÐ মিডওয়াইফারি কোর্সের সমমান করা সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারির প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে এ কর্মসুচি পালিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেণ্ট নার্সেস ইউনিয়ন সাতক্ষীরা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠণটির সাতক্ষীরা শাখার সভাপতি সোমা আক্তার, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সহসভাপতি সজীবউদ্দিন, সদস্য নাহিদ পারভেজ, সিনিয়র স্টাফ নার্স ফয়সাল ফারাজী প্রমুখ। যোগ্যতা অনুসারে এটা পক্ষপাতিত্ব ছাড়া কিছু নয়। এটা মেনে নেওয়া হবে না। একইসাথে তারা কারিগরি মুক্ত নার্সিং,বিডিএসএনইউ কোর্সকে ডিগ্রীর সমমান, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধিকরণ ও ইন্টার্ন ভাতা নিশ্চিতকরণ, সরকরি নার্সিং এ ছেলে কোটা ১০ শতাংশ থেকে ২০ শতাংশ এবং বেসরকারি নার্সিং এ ২০ থেকে ৩০ শাতংশে উন্নীতকরণ, ছেলেদের আবাসিক হলের ব্যবস্থাকরণ ও প্রতি আটজন শিক্ষার্থীর জন্য একজন ক্লিনিকাল ইনসট্রাক্টর এর বাস্তব প্রয়োগের দাবি তুলে ধরেন। মানববন্ধনে নাসিং ও মিডিওয়াইফারি কোর্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ৩৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 8,592,087 total views, 8,773 views today |
|
|
|