মে ১২, ২০২৩
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এঁর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠকে বক্তব্য রাখেন কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, মোঃ আফতাব উদ্দিন সরকার এবং কানিজ সুলতানা প্রমুখ। বৈঠকে আসন্ন কালবৈশাখী ও ঝড় মৌসুমে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কার্যক্রম গ্রহণ এবং অগ্নিকান্ডের ঘটনা, ভবন ধ্বস ও সা¤প্রতিক দুর্ঘটনা রোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। বৈঠকে প্রান্তিক জনগোষ্ঠি/শ্রমিকদের প্রাপ্য মজুরী সঠিকভাবে তাদের নিকট পৌঁছানোর লক্ষ্যে তদারকি বৃদ্ধির জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। বৈঠকে অগ্নিকান্ডের বিভিন্ন কারণ সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে রেডিও, টেলিভিশনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা বৃদ্ধি এবং দুর্ঘটনা মোকাবেলায় দ্রæত ব্যবস্থা গ্রহণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্য, জাতীয় চার নেতা, ভাষা আন্দোলনে শহিদ ও প্রয়াত সংসদ সদস্যগণের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রী, স্পীকার, অন্যান্য সংসদ-সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 8,592,098 total views, 8,784 views today |
|
|
|