মে ২০, ২০২৩
মাহেশ্বরকাটি মৎস্য সেটে চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী সভা
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির মহেশ্বরকাটি (পূর্ব) মৎস্য সেটে চিংড়িতে অপদ্রব্য পুশকৃত মাছ ক্রয়-বিক্রয় বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আড়ৎদার সমিতির আয়োজনে মৎস্য সেটের সুমি ফিস এর আড়তে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের দিকনির্দেশনায় মহেশ্বরকাটি পূর্ব পাশের আড়ৎদার সমিতির রূপালি ফিস এর মালিক সুনীল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত আড়ৎদার সমিতির সকল ব্যবসায়ী চিংড়ীতে আপদ্রব্য পুষকৃত মাছ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেন। যদি কোন আড়তের মালিক এই সিদ্ধান্তের বাইরে গিয়ে পুশকৃত চিংড়ি মাছ ক্রয়-বিক্রয় করে তখন তাদেরকে জরিমানাসহ সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ওই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। পূর্ব পাশের আড়ৎদার সমিতির সকল ব্যবসায়ী উল্লেখিত সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন। আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গাফফারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ফিস এর মালিক মোঃ আব্দুল আজিজ, আড়ৎদার মালিক বিকাশ সরদার, বিক্রম সরদার, জাহিদুল ইসলাম বকুল, অমল কৃষ্ণ সরদার, রামপদ সরদার, অসীম সরদার, জীবন দাস, তপন সরকার, আবুজার, হারাধন সরদার প্রমুখ। 6,238,578 total views, 1,789 views today |
|
|
|