মে ৫, ২০২৩
ফিংড়ীতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ!
নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার ১৪নং ফিংড়ী ইউনিয়নের এক মৎস্য ব্যবসায়ীর ঘেরে দুর্বৃত্তের দেয়া বিষে করে লক্ষাধিক টাকার মাছ নিধন হয়েছে। সরেজমিনে জানা যায়, ফিংড়ীর ০৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শাহাবুদ্দীন মাস্টারের পুত্র মোঃ উজ্জল মোল্লা (৩২) দীর্ঘদিন যাবত মৎস্য ঘেরে মাছ উৎপন্ন করে আসছে। সে তার ঘেরের একাংশে মাছের ম্যাট তৈরী করে গলদা ও বাগদা চিংড়ীর রেনু ছাড়ে। উক্ত ঘেরে ০৪ মে বৃহস্পতিবার সন্ধায় কে বা কারা বিষ দেয়। এত উজ্জল মোল্লার ঘেরের সব মাছ মারা যায়। উজ্জল মোল্লার বলেন, আমি পাঁচ বছর পূর্বে আমার নিজের জমি ও কিছু হারি নিয়ে সতের বিঘা জমিতে ঘের করি। কিন্তু মৃত আব্দুর রউফ লতার ছেলে সুমন সরদার (৩৫) জমির মালিকদের বেশী হারি দেয়ার প্রলোভন দেখিয়ে সতের বিঘা ঘেরটি করার পায়তারা করছে। গতকাল সন্ধায় আমার সেচের মটর সারাইয়ের জন্য ঘেরে না থাকার সুবাদে সুমন আমার ঘেরে বিষ দিয়েছে। তিনি আরও বলেন, আমার ঘেরের ভেড়ীতে সুমনের তো কোনো কাজ নেই। সে গতকাল আমার ঘেরে এসেছিলো। প্রতক্ষদর্শী মোঃ কেরামত আলী (৬০) বলেন, আমি সন্ধার পরে সুমনকে উজ্জল মোল্লার ঘেরে যেতে দেখেছি। এব্যাপারে উজ্জল মোল্লা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা ও সুবিচারের দাবী জানিয়েছেন। 8,601,555 total views, 9,434 views today |
|
|
|