মে ১৬, ২০২৩
পাইকগাছায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
![]() পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ৩ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, সোমবার পাইকগাছা থানাধীন গড়ইখালীর শান্তা গ্রামের আব্দুল হালিমের ছেলে মোঃ সাইফুল্লাহকে ৮০ গ্রাম গাঁজা ও কামিনী বাশিয়া গ্রামের রবীন্দ্রনাথ সানার ছেলে জ্যোতি সানাকে ৩০ গ্রাম গাঁজা ও পাটনিখালী গ্রামের সুকুমার সানার ছেলে সবুজ সানাকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। থানা পুলিশ তাদের সকলের নামে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্তসহ জুয়া মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে। এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দর সমাজ গঠনে মাদক নির্মূলের কোনো বিকল্প নেই। সেই লক্ষে মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদক, জুয়া ও পরোয়ানাভুক্ত আসামিদের মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 6,854,085 total views, 1,890 views today |
|
|
|