মে ২৯, ২০২৩
কুশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ৫ নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট অধিবেশন ও উন্নয়ন পরিকল্পনা ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব শেখ কামরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল গফ্ফার সরদার, সংরক্ষিত ইউপি সদস্য আকলিমা খাতুন মিতা, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশক সম্পাদক শেখ আব্দুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, আমরা “ক” জন স্বেচ্ছাসেবী যুব সংঘের সভাপতি মোহাম্মদ শাহিনুর রহমান খান, সোনার বাংলা ক্লাবের সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান, কাজী রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সেলিম খানের সঞ্চালনায় বাজেট অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরে সর্বমোট বাজেট বরাদ্দ আয় ২ কোটি ৭০ লক্ষ ৮৪ হাজার ৭০২ টাকা ও সর্বোমোট বাজেট বরাদ্দ ব্যয় ২ কোটি ৬৭ লক্ষ ৮৪ হাজার ৭০২ টাকা নির্ধারন করা হয়। সমাপনী বক্তব্যে চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ ঘোষিত বাজেট বাস্তবায়ন ও কুশুলিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইউনিয়ন বাসির সার্বিক সহযোগীতা কামনা করেন। 6,580,295 total views, 1,713 views today |
|
|
|