মে ১২, ২০২৩
কালিগঞ্জে লিচু গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
![]() নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে একটি লিচু গাছ থেকে অভিজিৎ গাইন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে। অভিজিৎ গাইন সোতা গ্রামের মিন্টু গাইনের ছেলে। ওই যুবক রশির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে মদপান করে বাড়ি আসে অভিজিৎ। বিষয়টি জানতে পেরে অভিজিৎকে বকাবকি করেন তার মা। এর জের ধরে রাতের কোন এক সময়ে নিজেদের একটি লিচু গাছে রশির সাহায্যে গলায় ফাঁস দিয়ে অভিজিৎ আত্মহত্যা করে। শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা লিচু গাছে অভিজিৎ এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে উপপরিদর্শক নকিব পান্নুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়াতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 6,222,783 total views, 846 views today |
|
|
|