নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে জাহানারা খাতুন (৯১) নামে এক বৃদ্ধার মৃত্য হয়েছে। বুধবার (১০মে) ভোররাতে বাড়ির পাশে খালের পানিতে ডুবে তার মৃত্য হয়। নিহত জাহানারা খাতুন উপজেলার রতনপুর ইউনিয়নের বাগমারি গ্রামের আসির উদ্দিনের স্ত্রী।
নিহতের ছোট ছেলে জাহাঙ্গীর আলম জানান, আমার মা বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে
বাড়ির পার্শ্ববর্তী খালের ধারে বসে ছিলেন। পরবর্তীতে সকাল হলে মায়ের লাশ খালের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে থানায় খবর দেয়া হয়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।