নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজীৎ ঘোষকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাগত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অঃ দাঃ) ওয়াহিদ মুরাদ। জুনিয়র অফিসার (হিসাব) সঞ্জয় কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে মনিরামপুর উপজেলায় বদলী হওয়া সদ্য বিদায়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজীৎ ঘোষ আবেগআপ্লুত কণ্ঠে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে আলোচনা রাখেন, বিআরডিবি সাবেক চেয়ারম্যান ও আশাশুনি সদরের সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা, বিআরডিবি সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান। অনুষ্ঠানে পরিদর্শক হেমেন্দ্র নাথ বিশ্বাস, সরজিৎ কুমার মন্ডল, পিন্টু কুমার দাশ, বিল্লাল হোসেন, রানু চক্রবর্ত্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
6,202,324 total views, 1,721 views today