এপ্রিল ৯, ২০২৩
আশাশুনিতে টেকারামচন্দ্রপুর গ্রামের ইটের সোলিং রাস্তা দ্রæত সংস্কারের দাবি
সমীর রায়, আশাশুনি : আশাশুনির কাদাকাটি ইউনিয়নের টেকারামচন্দ্রপুর গ্রামের মরিচ্চাপ নদী সংলগ্ন ইটের সোলিংয়ের ইট ছড়িয়ে ছিটিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পথচারীদের ভোগান্তির শেষ নেই। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটির দ্রæত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইউনিয়ন যুবলীগের নেতা আসিফ ইকবাল রিপন জানান- টেকারামচন্দ্রপুর আব্দুল্লাদের বাড়ি থেকে টেকাকাশিপুর একরামুল এর মুূদি দোকান পর্যন্ত ইটের ও সিদ্দিক সানার বাড়ি পর্যন্ত পিচের রাস্তা ডি আকারে ওয়াপদা রাস্তার সঙ্গে মিশে গেছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত ও মালামাল বহন করে থাকে। কয়েকদিন আগে চলমান রাস্তার কর্মসূচির কাজ করানোর সময়, দায়সারা গোছের এক চাপ করে মাটি দেওয়া হয়। এ বিষয়ে কাদাকাটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার দীপকে অবহিত করলে তিনি বলেন- সরকারি বরাদ্দ না থাকলেও আমার নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ করেছি। তিনি সাংবাদিকদের জানান, ইট উঠে রাস্তার অবস্থা এমনই হয়ে গেছে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এত ছোট রাস্তা যে দুটো ভ্যান ক্রস করতে পারে না। রাস্তার সাইডে মাটি না থাকায় এজিং এর ইটগুলো খুলে পড়ে যাচ্ছে। এলোমেলোভাবে অনেক জায়গায় ইট গুলো পড়ে আছে। মরিচ্চাপ নদীর জোয়ারের উপচে পড়া পানি এবং ইটের ট্রলী, ইঞ্জিন ভ্যান চলার কারণে রাস্তার এ বেহাল দশা। রাস্তা প্রশস্তকরন ও নদীর সাইট দিয়ে ন্যূন্যতম তিন ফুট উচ্চতা ও তিন ফুট চওড়া মাটি দিয়ে নদীর পানি বৃদ্ধি ঠেকানোর জন্য টেঁকসই কাজের পাশাপাশি পাকা ইটের রাস্তাটি সংস্কার করে এলাকায় পানি বৃদ্ধি রোধ ও দুর্ঘটনার হাত থেকে পথচারীদের রক্ষা করতে স্থানীয় এলাকাবাসীর পক্ষে তিনি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। 8,571,785 total views, 10,490 views today |
|
|
|