এপ্রিল ১, ২০২৩
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলার শাখার নতুন কমিটি গঠন হেনরী সরদার সভাপতি ও শতদল দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত
প্রেস বিজ্ঞপ্তি : ৩১ মার্চ সকাল ১০টায় সাতক্ষীরা কাথলিক চার্চের হলরুমে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার এক মতবিনিময় সভা-২০২৩ অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে ও বার্নাবাস বৈরাগির সঞ্চালনায় জেলার অধিকাংশ চার্চের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন যথাক্রমে তালা উপজেলার দানিয়েল বৈদ্য, এন্টনি শিকদার, বিকাশ সরকার, আশাশুনি উপজেলার দীপু সরকার, আশাশুনি উপজেলা কমিটির সভাপতি লালন সরকার ও বীর মুক্তিযোদ্ধা বাবু পৌল সরকার, কলারোয়া উপজেলার রুবেন গাইন, কলারোয়া উপজেলা কমিটির সভাপতি প্রশান্ত মন্ডল, সাতক্ষীরা সদর উপজেলার নেলসন দাশ, রবীন্দ্র নাথ মন্ডল, মার্থা রায়, অনিমেষ ব্যানার্জী ও শতদল দাশ প্রমুখ। বক্তাগন তাদের বক্তব্যে বলেন, কতিপয় ব্যক্তি কাউকে কিছু না জানিয়ে সম্পুর্ন গোপনে অনিয়মতান্ত্রিকভাবে তাদের পরিবার সদস্যদের নিয়ে একটি পকেট কমিটি করা ও তার সর্বত্র প্রদর্শন করায় তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। সভায় সর্বসম্মতভাবে উক্ত অবৈধ কমিটিকে প্রত্যাখান করা হয়। অত:পর সভায় সর্বসম্মতিক্রমে হেনরী সরদারকে সভাপতি ও শতদল দাশকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও রবীন্দ্র নাথ মন্ডল কে সভাপতি ও সেরাফিন রায় কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১সদস্য বিশিষ্ট সাতক্ষীরা সদর উপজেলা কমিটি গঠন করা হয়। এছাড়া জেলার দুইজন বীর মুক্তিযোদ্ধা যোশেফ মৃনাল সরকার ও পৌর সরকার এবং আশাশুনি উপজেলা কমিটির প্রাক্তন সভাপতি পিউস হালদারকে নিয়ে ৩সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। জেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যথাক্রমে কার্যকরী সভাপতি বার্নাবাস বৈরাগী, সহ সভাপতি যথাক্রমে প্রশান্ত মন্ডল, লালন সরকার, সামুয়েল শান্ত সরকার, রবীন্দ্র নাথ মন্ডল, নেলসন দাশ, সেরাফিন রায়, দানিয়েল বৈদ্য, যুগ্ম সম্পাদক যথাক্রমে দানিয়েল হালদার ও বিকাশ সরকার, সাংগঠনিক সম্পাদক শিমন মাখাল কোষাধ্যক্ষ অনিমেষ ব্যানার্জী ধর্ম বিয়ষক সম্পাদক পৌল বৈরাগী, আইন বিষয়ক সম্পাদক সুরঞ্জন মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ দাশ যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক শুভ মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক মার্থা রায় সমাজ কল্যাণ সম্পাদক চিনি দাশ, ব্যবস্থাপনা সম্পাদক রবিন মন্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক রনজিত মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক দীপু সরকার, নির্বাহী সদস্য যথাক্রমে রুবেন বারিকদার এন্টনি শিকদার, মার্কুস গাইন, বিশ^নাথ আচারী, সবুজ গোলদার, যকোব আচারী, বাসুদেব অধিকারী, অমল দাশ, স্বপন দাশ, যোহন নিলু সরকার, জয়দেব সরকার, নিরঞ্জন সরকার, নিউক্লিয়াস সরকার, বাবলু বর, মঞ্জু সরদার, মতি সরদার, পিতর পান্ডে ও রবার্ট মন্ডল। 8,611,001 total views, 2,658 views today |
|
|
|