এপ্রিল ১৫, ২০২৩
জেলা যুবলীগের আয়োজনে মাসব্যাপী ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে পবিত্র মাহে রমজানে মাসব্যাপী প্রত্যেকদিন শতাধিক এতিম ও হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের মাঝে ইফতার বিতরণ ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকাল ৪ টায় সুলতানপুর কাজীপাড়ায় যুবলীগের অস্থায়ী কার্যালয় জেলা যুবলীগের আয়োজনে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক জি এম ওয়াহিদ পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈদ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, সাবেক ছাত্রলীগ নেতা ও সাতক্ষীরা জেলা মোবাইল মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং সুলতানপুর কাজীপাড়া সোসাইটির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ও সাতক্ষীরা জেলা মোবাইল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদকএবং সুলতানপুর কাজীপাড়া সোসাইটি যুগ্ন-আহবায়ক সম্পাদক শেখ নিয়াজ মাহমুদ বিমান, কাজীপাড়া সোসাইটির অর্থ সম্পাদক আমানুর রহমান আমান, সদস্য শেখ জাফির মাহমুদসহ দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জিএম ওয়াহিদ পারভেজ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন নিখিল ভাইয়ের নির্দেশে পবিত্র মাহে রমজানে শতাধিক এতিম ও মাদ্রাসা ছাত্রদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আজ ২৩ তম রোজা আগামী ৭ রোজাতে ইফতার বিতরণ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার দৃষ্টি প্রতিবন্ধি ও অসহায় শতাধিক ব্যক্তিদের মাঝে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। 8,605,874 total views, 13,753 views today |
|
|
|