এপ্রিল ১৯, ২০২৩
সাতক্ষীরায় তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডা. সুশান্ত ঘোষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সনাক সাতক্ষীরার সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎ¯œা দত্ত, ম্যানগ্রোভ সভাঘরের সমন্বয়কারী কবি স ম তুহিম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য অ্যাড. মুনীরউদ্দীন, এম জিল্লুর রহমান, আহসানুর রহমান রাজীব, আব্দুস সামাদ, শেখ তানজির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রত্যেকের মাঝে ৬ কেজি চাল, দেড় কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, দুই প্যাকেট সেমাই ও পাঁচশ গ্রাম চিনির প্যাকেজ বিতরণ করা হয়। 8,606,030 total views, 13,909 views today |
|
|
|