এপ্রিল ১৩, ২০২৩
পাইকগাছায় মাদক ব্যবসায়ী আটক
![]() পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে তার বাড়ি থেকে গাঁজা গাছ’সহ তাকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, এসআই সঞ্জিত কুমার বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি গ্রামের মোঃ সবুর গাজীর ছেলে মনজুরুল গাজীকে নিজ বাড়ির উঠানের কোনায় ২টি গাঁজা চাষ করায়, গাছসহ তাকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এ বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসপি স্যারের নির্দেশেক্রমে বিশেষ অভিযানের অংশ হিসেবে আসামিকে গাঁজা গাছসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 6,241,318 total views, 4,529 views today |
|
|
|