এপ্রিল ৬, ২০২৩
পাইকগাছায় পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
![]() পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পৃথক অভিযানে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার হাজরাকাটি ও পৌরসভার সরল গ্রামের কদমতলার মোড় থেকে পৃথক অভিযানে দুজনকে গাঁজাসহ আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার হাজরাকাঠি গ্রামের মৃত রহিম সরদারের ছেলে ইউসুফ আলী সরদারকে ৫০ গ্রাম গাজাসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অপরদিকে উপজেলার দরগামহলর শেখ মনিরের ছেলে মোঃ আল-আমীন হোসেনকে বুধবার দুপুর ১টার দিকে সরল গ্রামের কদমতলার মোড় থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক দুজনেরই নামে পাইকগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে। এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। 6,202,223 total views, 1,620 views today |
|
|
|