এপ্রিল ২৯, ২০২৩
পাইকগাছায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার
![]() পাইকহাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার কপিলমুনির হালেয়া সুপা একাডেমি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির ছাত্রী ঈদের ছুটিতে বাড়িতে থাকাকালীন শুক্রবার বেলা ১২টার দিকে পাশের বাড়িতে খেলাধুলা করতে যায়। পরে দুপুর ২টার দিকে খেলাধুলা শেষে বাড়িতে ফিরে আসার সময় প্রতিবেশী মৃত মকবুল মোড়লের ছেলে মোঃ মনসুর মোড়ল (৪৫) ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে ঘরের দরজা আটকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে ওই মাদ্রাসা ছাত্রীর মা বাদি হয়ে পাইকগাছা থানায় মনসুর মোড়লের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা উক্ত ঘটনার অভিযোগ পেয়ে সরেজমিনে যেয়ে ঘটনার সত্যতার ভিত্তিতে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 6,208,214 total views, 3,345 views today |
|
|
|