এপ্রিল ২৫, ২০২৩
পাইকগাছায় চুরি যাওয়া মটরসহ আসামি গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় চুরি হওয়া পানির মটরসহ আসামিদেরকে ২৪ ঘণ্টার মধ্যে আটকসহ ৩ জন পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, পাইকগাছা গদাইপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আবুল গাজীর ছেলে মফিজুল গাজী (৩৫) অনিল মন্ডল ছেলে অলোক মন্ডল (৩৫) ও সাত্তার সরদারের ছেলে আল-আমিন সরদার (২৬) এবং গোপালপুর গ্রামের কামরুল সরদার এর ছেলে মোঃ সাকিব সরদার (২৭) কে মঙ্গলবার রাত ১টার দিকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। ঘটনা সূত্রে জানা গেছে, গদাইপুর ইউনিয়নের শ্রীশ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম মন্দিরের সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষ এর স্ত্রী বিথিকা ঘোষ গত ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে মন্দিরের পূজা শেষ করে মন্দিরে তালা লাগিয়ে বাড়িতে চলে যায়। পরদিন সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে দেখে মন্দিরের তালা ভেঙে মোটর চুরি করে নিয়ে গেছে। তিনি তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানান। পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযানে নেমে ২৪ ঘন্টার মধ্যে মটরসহ আসামিদের গ্রেফতার করে। এদিকে বিভিন্ন এলাকা থেকে ৩ পরোনায়াভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 8,567,037 total views, 5,742 views today |
|
|
|