এপ্রিল ২, ২০২৩
নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশ্ব অটিজম দিবস পালিত
![]() প্রেস বিজ্ঞপ্তি : “রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্বগঠন” প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় মানববাধিকার জন্যকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ) এর আয়োজনে নলতাস্থ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় চত্বর হতে একটি র্যালি সাতক্ষীরা-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় সমাবেত হয়। পরে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় বিদ্যালয়ের দাতা সদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন এম.জে.এফ’র কোষাধ্যক্ষ এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, শিক্ষক আরিফুল ইসলাম, আরিফ হোসেন, সাদ্দাম হোসেন, উম্মে শাখওয়া শারমিন রানী, রহিমা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচলনা করেন সহকারী শিক্ষক এটিএম শাহ আলম সিদ্দিকী শাহিন। 6,254,565 total views, 3,632 views today |
|
|
|