এপ্রিল ৩০, ২০২৩
তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্লাহ হাই-স্কুলের কমিটি গঠন,সভাপতি সাইফুল
![]() নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্ল্যাহ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টির লেখাপড়ার মানোউন্নয়নসহ সাবির্ক উন্নয়নে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।
এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক হেমনাথ মন্ডল,মৎস্যজীবি লীগ নেতা সিরাজুল সানা,আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান,সাবেক ইউপি সদস্য আঃ সাত্তার,আশিষ মন্ডল,আবুল কালাম,মুজিবর রহমান প্রমুখসহ অভিভাবকগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল জানান, ২৫ এপ্রিল সমস্ত অভিভাবকদের মতামতের ভিত্তিতে অভিভাবক সদস্য শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করা হয়। নির্বাচিত সদস্যরা বিনা প্রতিদ্বন্ধিতায় সাইফুল ্ইসলাম কে সভাপতি মনোনীত করেছেন।
নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সচেষ্ট থাকব। এর আগেও আমি সভাপতি ছিলাম। বিদ্যালয়ে লেখাপড়ার মানোন্নয়নে আমার ভূমিকা অভিভাবক মহলসহ এলাকাবাসী জানে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। 6,254,914 total views, 3,981 views today |
|
|
|