এপ্রিল ২৭, ২০২৩
কৃষ্ণনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান
কৃষ্ণনগর প্রতিনিধি : কালিগঞ্জ কৃষ্ণনগর রামনগর মাদ্রাসায় ২০২৩ সালের দাখিল পরিক্ষার্থীদের দোয়া ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। ২৭ শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার সময় রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার মাঠে মিলাদ ও দোয়া আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ হাবিবুর রহমান। পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার মুফতি শাহিনুর রহমান। উক্ত দোয়া ও মিলাদ শরীফে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কাদেরিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক ও অত্র মাদ্রাসার সদস্য সচিব আলহাজ্ব আল্লামা মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউপির সাবেক মেম্বার হাবিবুল্লাহ বাহার। এছাড়া আমত্রিত অতিথি ও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী অভিভাবক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত করেন আলহাজ্ব আল্লামা মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী। ২০২৩ মোট ২৩জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করবেন। উক্ত অনুষ্ঠান টি পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক ইয়াছিন আলী। এছাড়া (২৮ এপ্রিল) শুক্রবার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর রামনগর গ্রামে প্রায় তিন কোটি টাকার মডেল মসজিদ খাতুন এ জান্নাত মসজিদ শুভ উদ্বোধন করা হবে। 6,241,378 total views, 4,589 views today |
|
|
|