এপ্রিল ২৮, ২০২৩
কালিগঞ্জ রামনগরে প্রায় তিন কোটি টাকা ব্যয় মডেল মসজিদ শুভ উদ্বোধন
![]() কৃষ্ণনগর প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগর রামনগরে প্রায় তিন কোটি টাকার খাতুন এ জান্নাত নামে মডেল মসজিদ শুভ উদ্বোধন করেন। ২৮ শে এপ্রিল শুক্রবার জম্মার নামাজের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন।
রামনগর খাতুন এ জান্নাত জামে মসজিদে প্রথম আযান দিয়ে শুরু করেন আলহাজ্ব আল্লামা মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আনিসুর রহমান, মাওলানা শাহাজান, মাওলানা আরিফ বিল্লাহ আল কাদেরী, ক্বারী আব্দুল আজিজ, মাওলানা আব্দুল হামিদ, হাফেজ খোরশেদ আলম উপস্থিত ছিলেন। 6,254,545 total views, 3,612 views today |
|
|
|