এপ্রিল ২৯, ২০২৩
কালিগঞ্জ প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, অর্থ সম্পাদক আহাদুজ্জামান আহাদ, দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মোখলেসুর রহমান মুকুল প্রমুখ। উক্ত সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ এর নৈতিক স্খলনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার বিষয়টি উত্থাপিত হলে সর্বসম্মতিক্রমে হাফিজুর রহমান হাফিজকে সহ-সভাপতি পদসহ সাধারণ সদস্য পদ থেকে সাময়িক বহিস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া কেন তাকে প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না সে ব্যাপারে জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 6,202,239 total views, 1,636 views today |
|
|
|