এপ্রিল ৫, ২০২৩
কালিগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানির প্রকল্পের কাজ সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের মোসলেমের হাটখোলা প্রাঙ্গনে ২ কোটি টাকা ব্যায়ে পানির প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে জাপান সরকারের আওতাধীন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সিস্টের এর অর্থায়নে প্রকল্পের কাজ শেষে কাগজপত্র ও চাবি কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্’র কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। আমার পিতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এবং আমার বড় ভাই কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমনের ঐকান্তিক প্রচেষ্টায় এ প্রকল্পের কাজ শুরু হয়। দীর্ঘদিন পর ৩৬ টি গুনাগুন সম্পন্ন এ সুপেয় পানি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্পের পানি বিক্রির লাভের টাকা স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদের ফান্ডে জমা হবে বলে জানান তিনি। 8,618,356 total views, 10,013 views today |
|
|
|