এপ্রিল ৭, ২০২৩
কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধার আত্মহত্যা
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আছিয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মৃত এশার আলীর স্ত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো এক সময় তিনি নিজ ঘরের আড়ার সাথে ওড়নার সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সেহেরীর সময় প্রতিবেশী এক মহিলা খাবার দিতে যেয়ে ঘরের ভিতরে আছিয়া খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে উপ-পরিদর্শক আবুল হাসান ঘটনাস্থলে যেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
পরিবারের সদস্যরা জানান, আছিয়া খাতুন বেশ কিছুদিন যাবত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিন সপ্তাহ পূর্বে তিনি বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান। এর একদিন পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার সন্ধান পাওয়া যায়। 6,202,411 total views, 1,808 views today |
|
|
|