এপ্রিল ১৫, ২০২৩
কালিগঞ্জে ইঞ্জিনভ্যান উল্টে চালক নিহত
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে রড বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে কবির হোসেন (৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে নাজিমগঞ্জ-রতনপুর সড়কের আতাপুর নামক স্থানে। নিহত ওই চালক উপজেলার শীতলপুর গ্রামের শেখ শহিদুল ইসলামের ছেলে। মথুরেশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন জানান, ইঞ্জিন ভ্যান চালক নাজিমগঞ্জ থেকে রড বোঝাই করে গোয়ালপোতার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে নাজিমগঞ্জ রতনপুর সড়কের আতাপুর নামক স্থানে ইঞ্জিন ভ্যানের টায়ার বাস্ট হয়ে ভ্যানটি উল্টে চালক ভ্যানের নিচে চাপা পড়ে।
ওই সময় স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক মৃত্যুবরণ করে। 6,241,144 total views, 4,355 views today |
|
|
|