নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে আম ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত ঝড়-বৃষ্টি হয়। তবে শুক্রবার দুপুর পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করেনি কৃষি বিভাগ।
সাতক্ষীরা জেলাব্যাপী আম ও ধানচাষ হয়েছে। ধান কাটা শুরু হয়েছে মাঠে। গোবিন্দ ভোগসহ কয়েক জাতের আম সরকারিভাবে আগামি ১২ মে থেকে ভাঙার জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে আম ও ধানের। ভেঙে গেছে আমের ডাল। পাকা ধান মাটির সঙ্গে মিশে গেছে।
চাষিরা বলছেন,কিছুদিনের মধ্যে ভাঙা হবে আম। গতকালকের ঝড়ে এক চতুর্থাংশ আম ঝরে গেছে। এছাড়া ধান কাটার মৌসুমে ঝড় আসায় ধানের ক্ষতি হয়েছে ব্যাপক। ধান তুলতে খরচও হবে বেশি।
প্রসঙ্গত,সাতক্ষীরায় ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার মে: টন। আর ধান চাষ হয়েছে ৭৯ হাজার হেক্টর জমিতে।