এপ্রিল ৫, ২০২৩
কলারোয়ায় শিশু নাতির লাশ দেখতে যেয়ে সর্বহারা হলেন নানা ডা: নজরুল
![]() কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শক কামাল হোসেনের ছোট মেয়ে জান্নাতুল ইয়াসমিন তোবা গতকাল মঙ্গলবার ইফতারের পূর্ব মূহুর্তে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন(ইন্না,,,রাজিউন)। কামাল হোসেন পূর্ব কয়লা গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আরশাফ আলীর ছেলে। জানা যায়, ১৮ মাস বয়সের তোবা বাবার সাথে গোসল করতে যেতে চাইলে,বাবা কৌশলে তোবাকে তার দাদীর নিকটে রেখে গোসল করতে বাড়ীর সামনের পুকুরে যান। বাবা গোসল করে ঘরে প্রবেশ করে ইফতার নিয়ে বসার সময় মেয়ে তোবাকে খোঁজ করে না পেয়ে পুকুরে যেয়ে তোবার ভাসমান অবস্থায় দেখতে পান। পুকুর থেকে তুলে গ্রাম্য ডাক্তারের নিকট নিয়ে গেলে তোবাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে একই গ্রামে অবস্থিত তার নানা প্রাণী চিকিৎসক ডা: নজরুলসহ বাড়ীর লোকজন তোবাকে দেখতে দ্রæত সেখানে চলে যান। রাত ১০ টার দিকে ডা: নজরুলের স্বজনরা বাড়ীতে ফিরে দেখেন উপরের সিঁড়ি বেয়ে চোরেরা নিচে নেমে ঘরের ড্রয়ারে রাখা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও সংসারের অনেক কিছু মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে। শোকের দিনে এমন ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 6,240,822 total views, 4,033 views today |
|
|
|