কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নাশকতা মামলায় কলারোয়া উপজেলা জামায়াতের আমীরসহ বিএনপি ও জামায়াতের আটজন নেতাকর্মীকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। থানা সুত্রে জানা যায়, নাশকতার প্রস্তুতিকালে উপজেলা জামায়াতের আমীর গাজনা গ্রামের মৃত শফিউদ্দিন সানার ছেলে কামরুজ্জামান(৬০), তুলশীডাঙ্গা গ্রামের মৃত রমজান আলীর ছেলে আনোয়ার হোসেন পলাশ(৪০), কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত হানিফ আলীর ছেলে রফিকুল ইসলাম(৫০), দেয়াড়া গ্রামের ইবাদাত আলীর ছেলে হযরত আলী(৬৪), দক্ষিণ ভাদিয়ালী গ্রামের আ:রশিদ চেয়ারম্যানের ছেলে মোখলেছুর রহমান ও রওশন আলীর ছেলে আবু তালেব(৪৪), উত্তর ভাদিয়ালী গ্রামের আ: জলিলের ছেলে হাবিবুর রহমান(২৮) ও মাদরা গ্রামের নূর আলীর ছেলে আবু সাঈদ। সুত্র জানায়, আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
6,208,463 total views, 3,594 views today