মার্চ ২৭, ২০২৩
সাতক্ষীরায় ব্যাংক থেকে টাকা ছাড় না করার প্রতিবাদে পৌর সভার কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাংক থেকে টাকা ছাড় না করার প্রতিবাদে মানববন্ধনর ও অবস্থান কর্মসূচি পালন করেছে পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা। সোমবার (২৭ মার্চ) বেলা পৌনে ১১ টা হতে বেলা ১টা পর্যন্ত সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার সড়ক এলাকায় ন্যাশনাল ব্যাংক, সাউথ ব্যাংলা এগ্রিকালচার এন্ড কর্মাস ব্যাংক ও পূবলী ব্যাংক লিঃ এর সামনে এই কর্মসুচি পালন করা হয়। এসময় পৌরসভার ময়লার গাড়ি দিয়ে তিনটি ব্যাংকের গেট বন্ধ করে দেয়া হয়। ফলে এসময় গ্রাহকরা ব্যাংকে ঢুকতে বা বের হতে পারেনি।
সাতক্ষীরা পৌরসভার কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরজ কুমার দে জানান, ন্যাশনাল ব্যাংক, সাউথ ব্যাংলা এগ্রিকালচার এন্ড কর্মাস ব্যাংক লিঃ ও পূবলী ব্যাংক সহ শহরের বেশ কয়েকটি ব্যাংকে পৌর সভার বিভিন্ন খাতের আদায়কৃত টাকা জমা থাকে। এসব টাকা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতাসহ অন্যান্য খরচ চালানো হয়। কিন্তু বেশ কিছুদন ধরে ন্যাশনাল ব্যাংক, সাউথ ব্যাংলা এগ্রিকালচার এন্ড কর্মাস ব্যাংক লিঃ ও পূবলী ব্যাংক পৌরসভার কোন টাকা পেমেন্ট দিচ্ছে না। এতে করে চলতি মার্চ মাসের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা, বৈশাখী সহ অন্যান্য ভাতা প্রদান করা সম্ভব হবে না। এছাড়া পানি অফিসের কর্মচারীদের ৫ মাসের বেতনভাতা বন্ধ রয়েছে। চলতি রোজার মাসে কর্মচারীরা বেতনভাতা না পেলে তাদের সংসার নির্বাহ করা মুশকিল হয়ে পড়বে।
এদিকে কর্মকর্তা-কর্মচারীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধনর ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল ইসলাম বাবু, শফিকুদৌলা সাগর প্রমুখ। 8,612,149 total views, 3,806 views today |
|
|
|