নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ আকবর আলী খান (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মৃত ফজর আলী খানের ছেলে।
থানা সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৪ টার দিকে উপ-পরিদর্শক শাহাদাত হোসেন মোল্লার নেতৃত্বে পুলিশ সদস্যরা পূর্ব নলতা গ্রামের মাদক ব্যবসায়ী আকবর আলীর বাড়ির পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।