মার্চ ২৭, ২০২৩
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে তারা এদেশকে পাকিস্থান বানাতে চেয়েছিল। আজব ষড়যন্ত্রকারীরা দেশের বিরুদ্ধে আজো ষড়যন্ত্র করে যাচ্ছে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজানে ইফতার মাহফিল না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের। এসময় বঙ্গবন্ধু, তাঁর শহিদ পরিবার, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহিদ, গণহত্যায় শহিদসহ শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শিমুন শামস, মোস্তাফিজুর রহমান নাসিম, মো. মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশিদুজ্জামান রাশি, জেলা আওয়ামী লীগের সদস্য মো. শামছুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার) প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন- উর- রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অনেক ডা. মনসুর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, অনিত কুমার মুখার্জী, এ্যাড. আজহারুল ইসলাম, এ্যাড. জিয়াউর রহমান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর শাহিন, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। 8,413,089 total views, 1,242 views today |
|
|
|