মার্চ ৩১, ২০২৩
বলাবাড়িয়ায় বাসন্তী পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের মতবিনিময়
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাসন্তীপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাসন্তী পূজার মন্ডপে মহানবমীতে উপস্থিত পূর্ণার্থীদের সাথে এ মতবিনিময় করেন। মতবিনিময় কালে এবিএম মোস্তাকিম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছে। দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে আওয়ামীলীগের সরকার পূণর্ঘটন করতে হবে। এসময় আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু সহ আ’লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত হয়। 6,202,624 total views, 2,021 views today |
|
|
|