মার্চ ১৪, ২০২৩
কালিগঞ্জে ইসলামী ব্যাংকে গ্রাহক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময়
![]() নিজস্ব প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর প্রধান কার্যালয় ঘোষিত “সর্বোত্তম সেবা সর্বজনীন ব্যাংকিং” এই ¯েøাগানকে উপজীব্য করে মাসব্যাপী ক্যাম্পেইন উপলক্ষে ১৪ মার্চ মঙ্গলবার শাখা ভবনে ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার উদ্যোগে বিভিন্ন ডিস্ট্রিবিউটর, ডিলার, বিভিন্ন কোম্পানি এজেন্ট, রিপ্রেজেন্টেটিভ, ব্যবসায়িক সমিতি, ইজিবাইক সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন ও এনজিও প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাঈদ মেহেদী। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র অফিসার মো. আখতার হোসেন, প্রিন্সিপাল অফিসার মো. সালাউদ্দিন আহম্মদ, এস এম মাহবুবুল আলম রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ম্যানেজার অপারেশন্স মো. আজগর আলী। গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শিউলী পারভীন, আব্দুল্লাহ আল নোমান, মো. মনিরুজ্জামান মনির, মো. আখতারুজ্জামান, আশিশায়ন কর মিঠুন, মো. আলমগীর হোসেন প্রমুখ। 5,945,111 total views, 377 views today |
|
|
|