ফেব্রুয়ারি ১, ২০২৩
পাইকগাছায় হাট-বাজার ও খেয়াঘাট ইজারা সংক্রান্ত উন্মুক্ত টেন্ডার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বাংলা ১৪৩০ সনের হাট-বাজার ও আন্ত ইউনিয়ন খেয়াঘাট ইজারা সংক্রান্ত দরপত্র উন্মুক্ত করা হয়েছে। বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলার ১৯ টা হাটের বিপরীতে ২৩ টা দাখিল হলে তাদের মধ্যে সর্বোচ্চ সরকারি মূল্যের চেয়ে সর্বোচ্চ দর দাতা পাওয়া যায়। খেয়াঘাটে একটি মাত্র দরপত্র দাখিল হয়। টেন্ডার কমিটির আহŸায়ক উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অত্যন্ত স্বচ্ছতার সাথে যাহা দরপত্র বাছাই কমিটির উপস্থিতিতে এবং সবার অংশগ্রহণে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। টেন্ডার সম্পন্ন আলোচিত জনবহুল ও গুরুত্বপূর্ণ হাট গুলোর মধ্যে রয়েছে চাদঁখালী হাট, কপিলমুনি, গড়ইখালী, কাশিমনগর, গদাইপুর, বাঁকা, কাটিপাড়া, আগরঘাটা, কাঠামারী, কাটাখালী, মিনহাজ্ব ও লতার হাট। সবচেয়ে চাঁদখালী হাটের ৪৮ লাখ ৭ হাজার ২ শত টাকার সর্বোচ্চ দরদাতা এম. মহিউদ্দিন খাঁন, কপিলমুনি হাটের ২৩ লাখ ৫০ হাজার টাকার সর্বোচ্চ দরদাতা শেখ সোহাগ হোসেন, কাশিমনগরে সাড়ে ৪ লাখ আঃ রব মিঠু ও গড়ইখালী হাটের ২ লাখ ৩৫ হাজার টাকার সর্বোচ্চ দরদাতা স্থানীয় মসজিদ কমিটির পক্ষে মোঃ হায়দার গাজী। এ সময় কমিটি সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং সিএ হাবিবুর রহমানসহ ইজারাদাররা। সংশ্লিষ্টরা জানান, সরকারী মূল্যের চেয়েও সর্বোচ্চ দর দাতাদের ইজারা দেয়া হয়েছে। কিন্তু প্রথম দরদারা ইজারা সংক্রান্ত নীতিমালা বা শর্তভঙ্গ করলে দ্বিতীয় দরদাতাকে গুরুত্ব দেওয়া হবে। 8,574,739 total views, 2,509 views today |
|
|
|