ফেব্রুয়ারি ১৯, ২০২৩
পাইকগাছায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
![]() পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিশরদ জানান মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, গর্ভবতী মায়েদের সম্পর্কে বক্তৃতা করেন জুনিয়র কনসালট্যান্ট গাইনী ডাঃ সুজন কুমার সরকার, আইনশৃঙ্খলা নিয়ে বলেন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। এসময়ে স্বাস্থ্য পরিদর্শক মোঃ নূর আলী মোড়লের সঞ্চালনায় বক্তৃতা করেন পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, এমটিইপিআই সাহানারা পারভীন, এএইচআই রুহুল কুদ্দুস, এফপিআই রাজিব কুমার গাঙ্গুলী। এছাড়া পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মানিক পাল, স্বাস্থ্য পরিদর্শক, ১০টি ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিদর্শিকা উপস্থিত ছিলেন। 5,925,639 total views, 902 views today |
|
|
|