ফেব্রুয়ারি ৪, ২০২৩
গ্লোবাল পিপল পাওয়ার ফোরামে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশ্যে সাতক্ষীরার জান্নাত
![]() নিজস্ব প্রতিনিধি: গ্লোবাল পিপল পাওয়ার ফোরামে যোগ দিতে আফ্রিকার তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন সাতক্ষীরার বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জান্নাতুল মাওয়া তানজানিয়ার উদ্দেশ্যে রওনা দেন। এ ফোরামের প্রথম দিনে জান্নাতুল মাওয়া জলবায়ু মুভমেন্ট সানডে ফর উইমেন ক্লাইমেট জাস্টিজ
জান্নাতুল মাওয়া ২০১৯ সাল থেকে কমিউনিটির নারীদের নিয়ে সানডে ফর উইমেন ক্লাইমেট জাস্টিজ নিয়ে স্টাইক করে আসছে। যেটি বিশ্বব্যাপি সমাদৃত হয়েছে। 6,573,240 total views, 1,654 views today |
|
|
|