ফেব্রুয়ারি ১৬, ২০২৩
আশাশুনিতে ২ টি মটর সাইকেল উদ্ধার : চোর আটক
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনির মহিষকুড় থেকে মোটর সাইকেল চুরিকালে পেশাদার চোর বংশিপুর গ্রামের রাশিদুল গাজীকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। তার স্বীকারোক্তি অনুযায়ী আক্তার মেম্বরের চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার মহিষকুড় মৎস্য সেটে শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দীপুর সহোদর তপন বাছাড়ের ১৫০ সিসি পালসার (সাতক্ষীরা-ল-১২-১৮১৪) মটর সাইকেল চুরির সময় ধরা পড়লে স্থানীয় লোকজন গণধোলাই শেষে তাকে থানাপুলিশের কাছে হস্তান্তর করে। চোর রাশিদুল শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের রুস্তম গাজীর ছেলে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, গত রবিবার রাত ৯ টার দিকে মহিষকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাউবো’র বাঁধের উপর থেকে ইউপি সদস্য আক্তার মোল্যার মটর সাইকেল ১৫০ সিসি পালসার (খুলনা-মেট্রো-ল-১১-৮৭৯১) হারিয়ে যায়। চোর রাশিদুলের স্বীকারোক্তি মোতাবেক মটর সাইকেলটি বুধবার বিকালে বংশিপুরের একটি দোকান থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তপন বাছড় বাদি হয়ে আশাশুনি থানায় ১৩ (২)২৩ নং একটি মামলা দায়ের করেছেন। 5,925,311 total views, 574 views today |
|
|
|